আমাদের অর্জন সমূহ
ক্রমিক নং |
উদ্ভাবনী কার্যক্রম |
উদ্ভাবনী কার্যক্রম থেকে প্রাপ্ত সেবাসমূহ: |
মন্তব্য |
১. |
গ্রন্থাগারে ফ্রি ওয়াইফাই জোন চালু । |
গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির সেবা প্রত্যাশীগন ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারন্টে ব্যবহার করতে পারেন। |
কার্যক্রমটি সচল আছে। |
২. |
অনলাইনে মাসিক রিপোর্ট প্রদান। |
দ্রুত রিপোর্ট প্রেরণ করা যায়। |
কার্যক্রমটি সচল আছে। |
৩. |
শিশু কর্ণার স্থাপন। |
শিশু কর্ণার ব্যবহার করে শিশুরা খেলার পাশাপাশি বই পাঠে উৎসাহিত হয়। |
কার্যক্রমটি সচল আছে। |
৪. |
বঙ্গবন্ধু কর্ণার স্থাপন। |
বঙ্গবন্ধুর জীবনী পড়ে বাংলাদেশ সম্পর্কে এবং মুক্তি যুদ্ধ সম্পর্কে ভাল ধারনা লাভ করে। |
কার্যক্রমটি সচল আছে। |
৫. |
মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন। |
মুক্তিযুদ্ধ কর্নারের সাহায্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং লাইব্রেরির ধারণা পাওয়ার সাথে সাথে বইগুলি পড়তে উৎসাহিত করা হয়।
|
কার্যক্রমটি সচল আছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস